সালমান শাহ হত্যা মামলা: চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১ নভেম্বর ২০২১, ০৫:২৫

সালমান শাহ হত্যা মামলা: চূড়ান্ত প্রতিবেদনের ওপর নারাজি

চিত্রনায়ক সালমান শাহ হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণে নারাজি দিয়েছেন আইনজীবী ফারুক আহাম্মদ। একইসঙ্গে ভার্চ্যুয়ালি সালমান শাহের মা নীলা চৌধুরীর জবানবন্দি গ্রহণের জন্য আবেদন করা হয়েছে।

রবিবার (৩১ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম মামুনুর রশিদের আদালতে শুনানি শেষে এ আদেশ দেয়ার কথা জানান আদালত। এর আগে ৩১ আগস্ট মামলার চূড়ান্ত প্রতিবেদনটি গ্রহণের দিন ধার্য ছিল। মামলার বাদী সালমান শাহের মা প্রতিবেদনের ওপর নারাজি দেবেন বলে সময় চেয়ে আবেদন করেন আইনজীবী ফারুক আহম্মেদ। এরপর আদালত শেষ বারের মতো সময়ের আবেদন মঞ্জুর করে ৩১ অক্টোবর নতুন এ দিন ধার্য করেন।

প্রসঙ্গত, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে চিত্রনায়ক সালমান শাহর মরদেহ উদ্ধার করা হয়। ওই সময় প্রথমে সালমান শাহর বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী অপমৃত্যু ও পরে হত্যা মামলা দায়ের করেন। এই অভিযোগের বিষয়টি তদন্ত করতে পুলিশের গোয়েন্দা শাখা সিআইডিকে নির্দেশ দেন আদালত।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top