শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

মমতার ডাকে তারার মেলা

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২১, ০৫:৩৫

ছবি: সংগৃহীত

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ডাকে কলকাতার ইকো পার্কে বসেছিল তারার মেলা। করোনা সংকটের কারণে গত বছর বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান বাতিল করেছিলেন মুখ্যমন্ত্রী। তাই এবার বড় আয়োজনে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী। তৃণমূল নেতাদের পাশাপাশি এ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন টলিউডের একঝাঁক তারকা।

তৃণমূলের তারকা মুখের মধ্যে উল্লেখযোগ্য পরিচালক রাজ চক্রবর্তী, সায়নী ঘোষ, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। হাজির হয়েছিলেন নীল ভট্টাচার্য আর তৃণা সাহা। ২০২১ সালের বিধানসভা ভোটের প্রচারে মমতা ব্যানার্জির সঙ্গী হয়েছিলেন স্বামী-স্ত্রী। এছাড়াও বিজয়া সম্মিলনীতে দেখা মিলেছে অভিনেতা পরমব্রত চ্যাটার্জির।

বিজেপির রূপাঞ্জনা মিত্রও এদিন হাজির হয়েছিলেন। কোনোরকম রাজনৈতিক রঙ না দেখে শুধু শিল্পীদের ডাকা হয়েছিল বলে খুশি অভিনেত্রী। এছাড়া ইকো পার্কের অনুষ্ঠানে কৌশিক সেন থেকে শুরু করে অনিন্দ্য চ্যাটার্জি, ইমন চক্রবর্তী, রণিতা দাসসহ অনেকেই হাজির হয়েছিলেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top