শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

কাজে ফিরেছেন বলিউড বাদশা

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১২ নভেম্বর ২০২১, ০৪:১০

কাজে ফিরেছেন বলিউড বাদশা

অবশেষে ছেলে ঘরে ফেরায় স্বস্তিতে আছেন বলিউড বাদশা । ব্যবসায়িক কাজে এরইমধ্যে মনযোগ দিয়েছেন তিনি। এবার শোনা যাচ্ছে সিনেমার শুটিংয়েও যোগ দেবেন তিনি।

জানা গেছে, ‘পাঠান’ ছবির শুটিং করতে আগামী মাসের শুরুর দিকে স্পেনের জন্য উড়াল দেবেন শাহরুখ খান। যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’-এর পাশাপাশি দক্ষিণী পরিচালক অ্যাটলির একটি হিন্দি ছবির শুটিংয়ের কাজও বন্ধ করেছিলেন শাহরুখ। সেটাও শুরু করবেন ডিসেম্বরে।

ভারতীয় গণমাধ্যম বলছে, শাহরুখ আগেই জানিয়েছিলেন ১৩ নভেম্বর আরিয়ানের জন্মদিনের পর কাজ শুরু করবেন তিনি। এই কয়েকটা দিন নিজের পরিবারের সঙ্গে কাটাবেন। সেজন্যই নভেম্বরে কাজে ফিরছেন না শাহরুখ।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top