সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

হুমায়ূন আহমেদকে নিয়ে ভুল চর্চা না হোক, প্রত্যাশা শাওনের

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২১, ০৫:০৪

হুমায়ূন আহমেদকে নিয়ে ভুল চর্চা না হোক, প্রত্যাশা শাওনের

বাংলাদেশের সবচেয়ে প্রভাবশালী ঔপন্যাসিক, নির্মাতা, নাট্যকার হুমায়ূন আহমেদের ৭৩তম জন্মবার্ষিকী আজ। তিনি ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোণা জেলার মোহনগঞ্জে জন্মগ্রহণ করেন। যার হাত ধরে সৃষ্টি হয়েছে অনবদ্য চরিত্র হিমু, মিসির আলি, রূপা, শুভ্রদের মতো তুমুল জনপ্রিয় অদৃশ্য চরিত্র।

প্রতিবছরের মত এই বিশেষ দিনে এবারও প্রিয় লেখককে স্মরণ করেছেন তার ভক্তরা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে নুহাশ পল্লীতে ভিড় করেছিলেন ভক্তরা। পরিবারের পক্ষ থেকে সকালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

জন্মদিনে হুমায়ূন আহমেদকে স্মরণ করে মেহের আফরোজ শাওন বলেন, ‘যারা হুমায়ূন আহমেদকে ভালোবাসেন তারা তাকে আজীবন ভালোবেসে গেছেন, যাবেন। তারাই তাদের পরবর্তী প্রজন্মের হাতে হুমায়ূন আহমেদের লেখা, সৃষ্টিকর্ম তুলে দেবেন। এটাই আমার আজীবনের প্রাপ্তি। শুধু আমার না, হুমায়ূন আহমেদের পরিবারের প্রাপ্তি।’

শাওন আরও বলেন, হুমায়ূন সাহিত্য নিয়ে অনেকেই চর্চা করছেন। তবে ভুল কোন চর্চা না হোক- এটা আমার অনেক বড় প্রত্যাশা। কারণ হুমায়ূন আহমেদ বাংলাদেশের সম্পদ। সেই সম্পদটা ভালো মতো চর্চা হোক।

এনএফ৭১/এমএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top