মুক্তির আগেই সিনেমা দেখলো জেলেরা
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২১, ০৭:৫৫
পটুয়াখালীর প্রত্যন্ত উপকূলীয় অঞ্চলের জেলেদের জীবনযাত্রা নিয়ে নির্মিত হয়েছে সিনেমা ‘নোনা জলের কাব্য’। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে সাড়া জাগানো সিনেমাটি ২৬ নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে ঢাকায়। তবে মুক্তির আগে সিনেমাটি দেখানো হলো জেলেদের।
এ প্রসঙ্গে নির্মাতা রেজওয়ান শাহরিয়ার সুমিত জানান, প্রেক্ষাগৃহে সাধারণ দর্শকদের উদ্দেশ্যে প্রদর্শনের আগে পটুয়াখালীর জেলেপল্লীতে ‘নোনা জলের কাব্য’ দেখিয়েছি। ২২ নভেম্বর দুই দিনব্যাপী আয়োজন করা হয় প্রদর্শনীর। সকাল ও বিকেল দুই বেলার প্রদর্শনীতে উপস্থিতি ছিল প্রায় ১২০০ জেলে। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার জেলা প্রশাসক।
সিনেমাটির মূল ভূমিকায় অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, শতাব্দী ওয়াদুদ, তিতাস জিয়া এবং তাসনোভা তামান্না। এর আবহ সংগীত পরিচালনা করেছেন অর্ণব। প্রযোজনা করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিত ও ফরাসি প্রযোজক ঈলান জিরার্দ। সিনেমাটোগ্রাফি করেছেন লস অ্যাঞ্জেলসে বসবাসরত থাইল্যান্ডের চানানুন চতরুংগ্রোজ। চানানুন চতরুংগ্রোজ ২০২০ সালে যুক্তরাষ্ট্রের স্পিরিট অ্যাওয়ার্ড-এর জন্য মনোনীত হয়েছিলেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।