শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

আইনি জটিলতায় রণবীর-দীপিকার ‘৮৩’

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১২ ডিসেম্বর ২০২১, ০৫:৪৫

আইনি জটিলতায় রণবীর-দীপিকার ‘৮৩’

কিছুদিন আগেই মুক্তি পেল রণবীর সিং অভিনীত ছবি ‘৮৩’র ট্রেলার। ১৯৮৩-তে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের ওয়ার্ল্ড কাপ জয়ের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবিটি। ভারতের তৎকালীন ক্যাপ্টেন কপিল দেবের চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং। তার স্ত্রী রমি দেবের ভূমিকায় ছোট একটি চরিত্রে দেখা গেছে দীপিকা পাডুকোনকে।

আসছে ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘৮৩’ চলচ্চিত্র। তবে তার আগেই এটি নিয়ে আইনি জটিলতায় ছবির অন্যতম প্রযোজক ও অভিনেত্রী দীপিকা। সংযুক্ত আরব আমিরাতের এক ব্যবসায়ীর হয়ে আন্ধেরি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করেছেন আইনজীবী রিজওয়ান সিদ্দিকি। তার অভিযোগ, ভিব্রি মিডিয়ার তরফে ওই ব্যবসায়ীকে ‘৮৩’ ছবি থেকে ভালো মুনাফার আশ্বাস দেওয়া হয়েছিল। সেই কারণে দীপিকা, সাজিদ নাদিয়াদওয়ালা ও কবীর সিং প্রযোজিত ছবিটিতে ১৬ কোটি টাকা বিনিয়োগ করেন ওই ব্যবসায়ী।

অভিযোগকারী ব্যবসায়ীর দাবি, একাধিক খাতে ব্যয় করা হয় তার দেওয়া ১৬ কোটি টাকা। তার অংশ পান দীপিকা, কবীর খানরাও। কিন্তু সেই অর্থের কোনো হিসেব দেওয়া হয়নি ওই ব্যবসায়ীকে। এই অভিযোগ তুলেই দীপিকাসহ ‘৮৩’ ছবির অন্যান্য নির্মাতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেনি তিনি। তবে এ বিষয়ে ছবির নির্মাতাদের কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top