ঢাবির শতবর্ষ কনসার্টে মঞ্চ কাঁপালেন জেমস

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১, ০৫:৫০

ঢাবির শতবর্ষ কনসার্টে মঞ্চ কাঁপালেন জেমস

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তিতে মঞ্চ কাঁপালেন নগর বাউল খ্যাত জেমস। তার গানের জাদুতে রবিবার মুখরিত হয়ে উঠেছিলো বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ। করোনার প্রভাবে নিথর হয়ে থাকা আঙিনাটি যেন প্রাণবন্ত হয়ে উঠলো আবার।

মহামারি করোনার কারণে প্রায় দুই বছর বন্ধ ছিল কনসার্ট। সেই নিরবতা ভাঙলো জেমসের গানের সাথে শিক্ষার্থীদের উল্লাসে। নগর বাউলের আগমনে বিশ্ববিদ্যালয় মেতে ওঠে প্রাঙ্গন নাচে-গানে। জনসমুদ্রের ভিড় ঠেলেও শীতের হিমেল বাতাস উপেক্ষা করে দাঁড়িয়ে থেকেই জেমসকে ঘিরে গান আর হৈ হুল্লুড়ে মেতে উঠেছিলেন সবাই। সন্ধ্যা থেকেই নগর বাউল মঞ্চে ওঠার আগে অন্যান্য ব্যান্ড একের পর এক পারফর্ম করেন।

কিন্তু যখনই ডাকা হলো জেমসকে, উপস্থিত জনসমুদ্র মেতে ওঠে উল্লাসে। জেমস মঞ্চে ওঠেন রাত ১১টা ৩৪ মিনিটে। শীতের ঠান্ডা বাতাসেও উষ্ণতা ছড়িয়ে দিয়েছিল নগর বাউলের একের পর এক গাওয়া গানগুলো। তিনি কবিতা, সুলতানা বিবিয়ানা, মা ,পাগলা হাওয়া, গোপনে, মীরাবাঈ, সুন্দরীতমা, ভিগি ভিগি গানগুলো গেয়ে শোনান।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top