আজ শাবনূরের জন্মদিন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২১, ০৩:৩১
বাংলা চলচ্চিত্রের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর। তুমুল জনপ্রিয় এ নায়িকার জন্মদিন আজ (১৭ ডিসেম্বর)। ১৯৭৯ সালের এই দিনে যশোরের নাভারণে জন্মগ্রহণ করেন তিনি।
তার পুরো নাম কাজী শারমিন নাহিদ নূপুর। চলচ্চিত্রে আগমনের পরে ‘শাবনূর’ হয়ে উঠেন তিনি। ১৯৯৩ সালের ‘চাঁদনী’ সিনেমায় অভিনয় করে অভিষেক হয় তার। এরপর অভিনয় করেছেন দেড় শতাধিকের বেশি সিনেমায়।
ক্যারিয়ারে সালমান শাহ, রিয়াজ, শাকিল খান, ফেরদৌস, মান্না ও শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে একাধিক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন শাবনূর। কাজের স্বীকৃতি হিসেবে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বাচসাস পুরস্কার এবং দশবার মেরিল-প্রথম আলো পুরস্কার পেয়েছেন এ অভিনেত্রী।
বর্তমানে অস্ট্রেলিয়ার বাসিন্দা শাবনূর। সেখানে থাকলেও শাবনূরের অন্তর জুড়ে সবসময়ই বাংলাদেশ। কারণ হিসেবে তিনি বলেন, ‘বাংলাদেশের দর্শকদের কারণেই আমি শাবনূর হতে পেরেছি। নায়িকা হিসেবে পরিচিতি পেয়েছি।’
এবারের জন্মদিন সাদামাটাভাবেই কাটবে শাবনূরের। তবে তার ভক্তদের জন্য এবার সুখবর দিলেন তিনি। জন্মদিন উপলক্ষে নিজের ইউটিউব চ্যানেল চালু করবেন শাবনূর। সেখানে তার অভিনীত সিনেমাগুলো থাকবে। সিনেমার গানগুলোর নতুন করে সংগীতায়োজন করার পরিকল্পনা রয়েছে তার।
এনএফ৭১/এমএ/২০২১
বিষয়: শাবনূর
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।