শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

বড় দিনের নাটকে তিশা-নাঈম

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০২১, ০৪:৫৬

বড় দিনের নাটকে তিশা-নাঈম

খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন শনিবার (২৫ ডিসেম্বর)। এ উপলক্ষে রাত ৮টায় আরটিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘ক্ষমা’।

নাটকটি রচনা করেছেন মহিউদ্দীন আহমেদ। গল্প ও পরিচালনায় গোলাম সোহরাব দোদুল। এতে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, নুসরাত ইমরোজ তিশা, নাঈম, মনোজ প্রামাণিক প্রমুখ।

ডেভিডের আশ্রিত বোন স্বাস্থ্যকর্মী মারিয়াকে ভালোবাসে জোসেফ। কিন্তু জুয়ার আসরে মদ্যপ অবস্থায় নিজের বোনকে রানার সঙ্গে বিয়ে দিতে সম্মত হয় ডেভিড। সেদিন ডেভিডের পকেটের টাকা শেষ হয়ে গিয়েছিল। এই সুযোগে, দান ধরার আগে কৌশলী রানা প্রস্তাব করেছিল, ডেভিড হারলে রানার হাতে সে তার বোনকে তুলে দেবে। এমনই গল্প নিয়ে এগিয়েছে নাটকটি।

এনএফ৭১/এমএ/২০২১



বিষয়: তিশা নাঈম


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top