বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

হাসপাতালে ভর্তি সোহেল রানা

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২১, ০১:৫০

হাসপাতালে ভর্তি সোহেল রানা

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নায়ক-প্রযোজক সোহেল রানা। ২৫ ডিসেম্বর সন্ধ্যায় তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সোহেল রানার ছোটভাই চিত্রনায়ক রুবেল এসব তথ্য নিশ্চিত করে জানান, কয়েকদিন ধরে কাশিতে ভুগছিলেন সোহেল রানা। হাসপাতালে ভর্তির পর তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আপাতত তার অল্প পরিমাণে অক্সিজেন সাপোর্ট লাগছে।

চলচ্চিত্রে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করে সোহেল রানা নাম ধারণ করে তিনি। তবে ১৯৭২ সালে মাসুদ পারভেজ বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ মুক্তিযুদ্ধের চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ সিনেমার প্রযোজক হিসেবে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন।

এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top