বৃহঃস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১

স্থগিত করা হলো গ্র্যামি অ্যাওয়ার্ড

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২২, ০৫:১১

স্থগিত করা হলো গ্র্যামি অ্যাওয়ার্ড

চলতি বছরের গ্র্যামি অ্যাওয়ার্ড স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। বুধবার (৫ জানুয়ারি) এক বিবৃতিতে তথ্যটি নিশ্চিত করা হয়েছে।

লস অ্যাঞ্জেলেসে বিশ্ব সংগীতের এই জমজমাট আসরের পুরস্কার বিতরণী অনুষ্ঠানের দিন ৩১ জানুয়ারি নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বিশ্বে ওমিক্রন আতঙ্ক বেড়ে গেছে। এই অবস্থায় গ্র্যামি অ্যাওয়ার্ড আয়োজন অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন আয়োজকরা। তাই আপাতত অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সংস্থা জানিয়েছে।

অনুষ্ঠান স্থগিত হলেও কবে নাগাদ এটি পুনরায় আয়োজন করা হবে তা এখনো জানা যায়নি। এখনো নতুন তারিখ খুঁজছেন কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা ভবিষ্যতে সংগীতের এই বর্ণিল আনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করছি। খুব শিগগির এ বিষয়ে জানানো হবে।’

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top