লিওনার্দোর নামে বিরল প্রজাতির গাছ
লিওনার্দোর নামে বিরল প্রজাতির গাছ | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২২, ০০:৫৫
জলবায়ু পরিবর্তন মোকাবিলার আন্দোলনে বেশ সক্রিয় হলিউড অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও। অনেকদিন থেকেই জঙ্গল বাঁচানো, গাছ কাটা বন্ধসহ নানা প্রকল্পের সঙ্গে যুক্ত এই অভিনেতা। এবার তার এই কাজের জন্য তাকে সম্মান জানালো ‘রয়্যাল বোটানিক গার্ডেন্স’-এর বিজ্ঞানীরা।
লন্ডনে অবস্থিত ‘রয়্যাল বোটানিক গার্ডেন্স’-এর একটি নতুন প্রজাতির গাছের নামকরণ হয়েছে লিওনার্দোর নামে। কিছুদিন আগেই এটি আবিষ্কার হয়েছে। গাছটির নাম দেওয়া হয়েছে ‘ইউভ্যারিওপসিস ডিক্যাপ্রিও’। জলবায়ু আন্দোলনে ভূমিকা রাখায় তাকে সম্মান জানাতেই এই নামকরণ বলে জানিয়েছেন বিজ্ঞানীরা।
তাদের ভাষায়, ‘এটা খুব কঠিন সময়। এই সময়ে লিওনার্দো নিজে থেকে এগিয়ে এসে পাশে দাঁড়িয়েছেন। ইবো জঙ্গল বাঁচানোর চেষ্টা করছেন।’
জানা গেছে, শুধুমাত্র ক্যামেরুন জঙ্গলে গাছটির দেখা পাওয়া যায়। বিশ্বের অন্য কোথাও এর অস্তিত্ব পাওয়া যায়নি। গ্রীষ্মমন্ডলীয় চিরহরিৎ গাছটি ৪ মিটার লম্বা। ১৫ সেন্টিমিটার লম্বা পাতা রয়েছে। ইলাং ইলাং পরিবারের গাছটির ফুল চকচকে হলুদ। খুবই বিরল প্রজাতির গাছ এটি। জঙ্গলের অল্প কিছু এলাকায় এই গাছ পাওয়া যায়।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।