শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

নির্বাচন করবেন শাকিল খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২২, ০৪:৩৬

নির্বাচন করবেন শাকিল খান

আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে প্রার্থী হবেন বলে জানিয়েছেন নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান। চলচ্চিত্র থেকে অনেক আগেই বিদায় নিয়েছেন তিনি। এমনকি চলচ্চিত্রের কোনো অনুষ্ঠানে তার দেখা মেলে না। তবে আবারও এই অঙ্গনে ফেরার ঘোষণা দিয়েছেন এই চিত্রনায়ক। শাকিল খান ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলে নির্বাচন করবেন।

এ প্রসঙ্গে শাকিল বলেন, ‘আমি খুব খুশি হয়েছি ইলিয়াস কাঞ্চন ভাই সভাপতি হিসেবে নির্বাচন করছেন। তিনি আমাদের চলচ্চিত্রে সবার প্রিয় মানুষ, আমাদের যোগ্য অভিভাবক। আমিও নির্বাচনে আসছি।'

এবার শিল্পী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন পীরজাদা হারুন। আরো দুজন সদস্য হলেন বিএইচ নিশান, জাহিদ হোসেন ও বজলুর রাশীদ চৌধুরী।

আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে সোহানুর রহমান সোহানকে। মোহাম্মদ হোসেন জেমী ও মোহাম্মদ হোসেনকে আপিল বোর্ডের সদস্য করা হয়েছে।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top