চিত্রনায়িকা শিমু হত্যাকাণ্ড
শিমু হত্যায় স্বামী ও ড্রাইভারকে আটক করে র্যাব-পুলিশের অভিযান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৯ জানুয়ারী ২০২২, ০২:৪৬
কেরানিগঞ্জে চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধারের ঘটনায় তার স্বামী নোবেল ও গাড়ি চালক ফরহাদকে আটক করেছে র্যাব। আটকের পর তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বর্তমানে তাদের নিয়ে অভিযানে পরিচালনা করছে র্যাব ও পুলিশ।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) বেলা ১১ টায় কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক তাদের ২ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় আটকদের কাছ থেকে একটি ‘রক্তমাখা প্রাইভেটকার’ উদ্ধার করা হয়েছে। বর্তমানে তাদের নিয়ে অভিযানে পরিচালনা করছে র্যাব ও পুলিশ।
র্যাবের একটি সূত্র জানিয়েছে, গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করলে র্যাবের কাছে সে কিছু তথ্য দেয়। তাদের দেয়া তথ্যানুযায়ী এখন অভিযানে রয়েছে র্যাব। স্বামী নোবেলের প্রাইভেটকারের ব্যাকডালায় রক্ত দেখা গেছে। প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে।
এই ঘটনায় মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এই ঘটনায় এখনও কোনও মামলা হয়নি। আর মামলার জন্য আমাদের থানায় এখন পর্যন্ত কেউ যোগাযোগ করেননি।
এর আগে সোমবার (১৭ জানুয়ারি) সকাল ১০ টায় কেরানীগঞ্জ থেকে চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর মরদেহ উদ্ধার করা হয়। তার মরদেহ উদ্ধার করে ঢাকায় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে মর্গে রাখা হয়েছে।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: কেরানিগঞ্জ শিমু শিমু হত্যা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।