শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

দুর্ঘটনায় নিহত ‘মুন নাইট’ অভিনেতা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ জানুয়ারী ২০২২, ০৫:৪৩

দুর্ঘটনায় নিহত ‘মুন নাইট’ অভিনেতা

জনপ্রিয় ফরাসি অভিনেতা গ্যাসপার্ড উলিল স্কিয়িং দুর্ঘটনায় নিহত হয়েছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৭ বছর।

জানা গেছে, মঙ্গলবার (১৮ জানুয়ারি) দক্ষিণ-পূর্ব ফ্রান্সে স্কিয়িং করতে গিয়েছিলেন গ্যাসপার্ড। এই সময় অপর একজন স্কিয়ারের সঙ্গে তার সংঘর্ষ হয়। এরপর তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বুধবার (১৯ জানুয়ারি) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

এই অভিনেতার মৃত্যুতে শোক প্রকাশ করছেন তার সহকর্মী ও ঘনিষ্ঠজনরা। ফরাসি অভিনেতা পিয়ার নিনে মাইক্রোব্লগিং সাইট টুইটারে লিখেছেন, ‘শোকাহত। গ্যাসপার্ড অনেক সরল ও দয়ালু ছিলেন। সৌন্দর্য ও দক্ষতা দুই-ই তার মধ্যে ছিল।’

উল্লেখ্য, ২০১৭ সালে ‘ইটস অনলি দ্য এন্ড অব দি ওয়ার্ল্ড’ সিনেমার জন্য সেরা অভিনেতা হিসেবে সিজার পুরস্কার জেতেন এই অভিনেতা। এদিকে আগামী মার্চে মুক্তি পাবে মার্ভেলের ‘মুন নাইট’। এই টিভি সিরিজে অভিনয় করছেন গ্যাসপার্ড উলিল।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top