ভোট দিয়ে যা বললেন ডিপজল এবং অপু বিশ্বাস
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০২২, ০৪:১৭
শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৯টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচন। এবার নির্বাচনের দুইটি প্যানেল নির্বাচন করছেন। একটি ইলিয়াস কাঞ্চন নিপুণ ও অন্যটি মিশা-জায়েদ প্যানেল।
মিশা-জায়েদ প্যানেল থেকে সহ-সভাপতি পদে লড়ছেন অভিনেতা ডিপজল। শুক্রবার সকালে ভোট গ্রহণের শুরুতেই নিজের ভোট দিয়েছেন তিনি।
ডিপজল বলেন, 'এবারের নির্বাচনের পরিবেশ বেশ সুন্দর। আরাম পাচ্ছি। বাইরের লোক নেই। শিল্পীরা ধীরে ধীরে আসতে শুরু করেছেন সকাল থেকেই। শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ চলছে।'
অন্যদিকে, দুপুর ১ টার সময় ভোট দিতে আসেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। ভোট দিতে এসে তিনি বলেন, 'আজ এফডিসিতে প্রবেশ করে খুব শান্তি পেয়েছি। শুধু শিল্পী আর সাংবাদিক ভাইবোনেরা আছেন। শান্তিপূর্ণ নির্বাচন। আরামে ভোট দিয়েছি।
তিনি আরও বলেন, এটা কোনো কাটাকাটি বা মারামারির নির্বাচন নয়। 'যারা ভোটে অংশ নিচ্ছেন প্রতিটি শিল্পীর সাথে আমি কাজ করেছি। এটা আমার সৌভাগ্য। যারা জয়ী হবেন তারা যেন নেতৃত্বের জায়গায় ঠিক থাকেন।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: ডিপজল অপু বিশ্বাস
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।