‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ সিনেমার জন্য গান লিখলেন জাফর ইকবাল
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ ফেব্রুয়ারী ২০২২, ০৪:২৯
ড. মুহম্মদ জাফর ইকবাল একজন শিক্ষাবিদ ও জনপ্রিয় সাহিত্যিক। লেখার ভুবনে তার অসামান্য জনপ্রিয়তা। তবে কখনো গান লেখেননি। এবার সেই অপূর্ণতা ঘুচিয়ে নিলেন। তাও আবার দেশের জনপ্রিয় দুই সিনে তারকা সিয়াম আহমেদ ও পরীমণির জন্য!
সিনেমার নাম ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সিয়াম-পরী। সিনেমাটির একটি দৃশ্যে বাচ্চাদের গোসল করতে দেখা যাবে। সেই দৃশ্যেই শোনা যাবে ড. মুহম্মদ জাফর ইকবালের লেখা গানটি। তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক আবু রায়হান জুয়েল।
মুহম্মদ জাফর ইকবালের লেখা উপন্যাস ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে নির্মিত হয়েছে এই সিনেমা। ২০১৯-২০ অর্থ বছরে সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি। নির্মাতা জুয়েলের অনুরোধেই এতে গান লিখেছেন জাফর ইকবাল। গানটির শিরোনাম ‘আয় আয় সব তাড়াতাড়ি’। এর সুর ও সংগীতায়োজন করেছেন ইমন চৌধুরী। কণ্ঠ দিয়েছেন ১০ জন নবীন শিশুশিল্পী।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।