শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

শাহরুখ-আলিয়ার নতুন ছবি ওটিটিতে বিক্রি হলো ১০০ কোটি টাকায়!

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারী ২০২২, ০২:৫১

শাহরুখ-আলিয়ার নতুন ছবি ওটিটিতে বিক্রি হলো ১০০ কোটি টাকায়!

অভিনেত্রী আলিয়া ভাটের প্রযোজনায় এবং শাহরুখ খানের সহ-প্রযোজনায় নির্মিত করেছেন ‘ডার্লিংস’ নামের একটি ছবি। সেই ছবিই মুক্তি পাবে ওটিটিতে। বিপুল টাকায় বিক্রি হয়েছে ছবির স্বত্ব।

বলিপাড়ার খবর, প্রায় ১০০ কোটি টাকায় ‘ডার্লিংস’-এর স্বত্ব কিনে নিয়েছে নেটফ্লিক্স। ডার্ক কমেডি ঘরানার এই ছবিটি বড় পর্দার চেয়ে ওটিটি-র দর্শকদের পছন্দসই হবে বেশি। এমনটাই মনে করছেন নির্মাতারা। সেই ভাবনা থেকেই বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথাবার্তা শুরু। এবার ছবি দেখানোর ভার পেল নেটফ্লিক্স।

ইতোমধ্যেই শুটিং শেষ। যশমিত রিনের পরিচালনায় এক মা-মেয়ের সম্পর্কের গল্প উঠে আসবে ছবিতে। নিজের প্রযোজনায় প্রথম ছবিতে সেই মেয়ের চরিত্রে অভিনয় করছেন আলিয়া। তার মায়ের ভূমিকায় থাকছেন শেফালি শাহ। আর একটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিজয় বর্মা।

আপাতত ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’ ছবির প্রচারে দিনভর ব্যস্ত আলিয়া। তার ঝুলিতে পরপর রয়েছে ‘আরআরআর’, ‘তখত’, ‘রকি অউর রানি কী প্রেমকহানি’ এবং ‘ব্রহ্মাস্ত্র’র মতো ছবি।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top