বুধবার, ২ এপ্রিল ২০২৫, ১৮ চৈত্র ১৪৩১

চেয়ারে বসা নিয়ে যা বললেন নিপুণ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ ফেব্রুয়ারী ২০২২, ০৪:৩৮

চেয়ারে বসা নিয়ে যা বললেন নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদের ওপর স্থিতাবস্থা জারি করেছেন আদালত। তাই আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত এই পদে কেউ বসতে পারবেন না, দায়িত্ব পালন করতে পারবেন না। কিন্তু এরই মধ্যেই বৃহস্পতিবার (১০ ফেব্রয়ারি) সংগঠনটির কার্যালয়ে গিয়ে কার্যালয়ে নিজের নেমপ্লেট লাগিয়েছেন নিপুণ।

আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও নিপুণ সাধারণ সম্পাদকের চেয়ারে বসেছেন, এ নিয়ে গতকাল থেকেই নানা সমালোচনা, বিতর্ক চলছে। তার প্রতিদ্বন্দ্বী জায়েদ খানও অভিযোগ করেছেন।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘তারা কি আইন কানুনের উর্ধ্বে চলে গেছে? এটা কিসের বহিঃপ্রকাশ? ক্ষমতা? কোন ক্ষমতা বলে নিপুণ এসব করছেন, যারা সাধারণ মানুষ তারা একটু ভাবলেই বুঝবেন গায়ের জোরে এসব করা হচ্ছে, যেমনভাবে শত শত বহিরাগত এনে কথিত আপিল বোর্ড বানিয়ে নিজেকে সাধারণ সম্পাদক ঘোষণা করেছেন নিপুণ।’

তবে এসব বিতর্কের জবাব দিয়েছেন নিপুণ। তিনি জানিয়েছেন, আদালতের নির্দেশের প্রতি তার যথাযথ সম্মান রয়েছে। নিপুণ গণমাধ্যমকে বলেন, ‘এগুলো মিথ্যে গুজব ছড়ানো হচ্ছে। আমার নেমপ্লেট যেদিন আমি শপথ নেই সেদিনই তৈরি করা হয়েছিল। আর আজ আমি কোনো দায়িত্ব পালন করিনি। সমিতির একজন সদস্য হিসেবে সারাদিন ছিলাম। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়েছি৷ কমিটির কেউ হিসেবে নয়।’

নিপুণ আরও বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। আগামী ১৩ ফেব্রুয়ারি আদালত যে রায় দেবেন, তার দিকেই তাকিয়ে আছি৷ আদালত অবমাননা করে ক্ষমতায় বসার কোনো কারণ নেই।’

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top