সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১

পরীমনির ‘মুখোশ’ মুক্তি পাচ্ছে ৪ মার্চ

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২২, ০৫:৪৩

পরীমনির ‘মুখোশ’ মুক্তি পাচ্ছে ৪ মার্চ

পরীমনির নতুন সিনেমা ‘মুখোশ’। ইফতেখার শুভ পরিচালিত সিনেমাটির শুটিং অনেক আগে শেষ হলেও করোনা পরিস্থিতির কারণে মুক্তি দিচ্ছিলেন না প্রযোজক। তবে ৪ মার্চ সিনেমাটি মুক্তি পাবে বলে নিশ্চিত করেছেন নির্মাতা।

ইফতেখার শুভ জানান, 'গত ২১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা ছিল মুখোশ। তবে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সিনেমাটির মুক্তি স্থগিত করা হয়। তবে আগামী ৪ মার্চ ফাইনাল করেছি আমরা। আশা করছি সবাই সরকারি স্বাস্থ্য বিধি মেনে হলে এসে সিনেমাটি দেখবেন।' ‘মুখোশ’ সিনেমাটি পরিচালক ইফতেখার শুভর লেখা ‘পেজ নাম্বার 44’ উপন্যাস অবলম্বনে তৈরি। সিনেমাটি ২০১৯-২০ অর্থ বছরের সরকারি অনুদানে নির্মিত।

সরকারি অনুদানের এই সিনেমাটিতে পরীর বিপরীতে অভিনয় করেন রোশান। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, প্রাণ রায়, রাশেদ মামুন অপু, ফারুক আহমেদ, তারিক স্বপন, ইলিনা শাম্মি, অলঙ্কার চৌধুরীসহ অনেকে।


এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top