এটিএম শামসুজ্জামান যাওয়ার এক বছর!
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০২২, ০৫:১৩
বরেণ্য অভিনয়শিল্পী এটিএম শামসুজ্জামান। গত বছরের ২০ ফেব্রুয়ারি পরপারে পাড়ি জমান একুশে পদকপ্রাপ্ত এই অভিনেতা। আজ তার প্রথম মৃত্যুবার্ষিকী। তবে এ উপলক্ষে এই শিল্পীকে নিয়ে কোনো আয়োজন করেনি নাটক-চলচ্চিত্র সংশ্লিষ্ট কোনো সংগঠন বরেণ্য।
শুধু তাই নয়, গত এক বছরে কোনো সংগঠন বা প্রতিষ্ঠানের আয়োজনের খবর পাননি বলে আক্ষেপ করেছেন এটিএম শামসুজ্জামানের স্ত্রী রুনী। এ প্রসঙ্গে রুনি বলেন, ‘মৃত্যুর এক বছরে তার পরিবার কেমন আছে-সে খবর কেউ নেয়নি। এটিএম শামসুজ্জামানকে নিয়ে সিনেমা কিংবা নাটকের কেউ কোনো আয়োজন করেছেন— এমন কোনো খবরও আমাদের কাছে নেই। আমরা পারিবারিকভাবে কোরআন খতম, এতিমদের খাওয়ানো ও দোয়া মাহফিল করেছি।’
এ টি এম শামসুজ্জামান বাংলাদেশের অন্যতম জনপ্রিয় অভিনেতা, পরিচালক, কাহিনিকার, চিত্রনাট্যকার, সংলাপ লেখক ও গল্পকার। অভিনয়ের জন্য পাঁচবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শিল্পকলায় অবদানের জন্য ২০১৫ সালে পেয়েছেন একুশে পদক।
এনএফ৭১/এনজেএ/২০২২
বিষয়: এটিএম শামসুজ্জামান
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।