৩৭ লাখ রুপি জালিয়াতির অভিযোগ সোনাক্ষীর বিরুদ্ধে
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ মার্চ ২০২২, ০৪:১৪
বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহার বিরুদ্ধে দায়ের করা প্রতারণা মামলায় জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এ অভিনেত্রীর বিরুদ্ধে ৩৭ লাখ রুপি জালিয়াতির অভিযোগ আনা হয়েছে।
ইন্ডিয়া ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, ইভেন্ট অর্গানাইজার প্রমোদ শর্মা উত্তর প্রদেশের মোরাদাবাদের বাসিন্দা। স্থানীয় কাঠঘর থানা এলাকায় একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তিনি। এটি ২০১৯ সালের ঘটনা। এতে পারফর্ম করার কথা থাকলেও সোনাক্ষী অংশ নেননি। এরপর এ অনুষ্ঠানের আয়োজক সোনাক্ষীকে দেওয়া অর্থ ফেরত চান। কিন্তু তার ম্যানেজার অর্থ ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানান।
অর্থ ফেরত না পেয়ে এ অভিনেত্রীর বিরুদ্ধে জালিয়াতির মামলা দায়ের করেন প্রমোদ শর্মা। এই মামলার শুনানির জন্য সোনাক্ষীর মোরদাবাদে যাওয়ার কথা থাকলেও যাননি তিনি। ধারাবাহিকভাবে অনুপস্থিত থাকার কারণে আদালত এ অভিনেত্রীর বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: সোনাক্ষী সিনহা বলিউড
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।