শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখতে নিষেধ করলেন মমতা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৮ মার্চ ২০২২, ০৩:০৫

‘দ্য কাশ্মীর ফাইলস’ দেখতে নিষেধ করলেন মমতা

গত ১১ মার্চ ভারতে মুক্তি পেয়েছে ‘দ্য কাশ্মীর ফাইলস’। মুক্তির পর গোটা ভারতজুড়ে আলোচনার সুনামি বইয়ে দিচ্ছে সিনেমাটি। এমনকি আন্তর্জাতিক মুভি ডাটাবেজ আইএমডিবিতে ১০ এর মধ্যে ১০ রেটিং পেয়ে অবিশ্বাস্য রেকর্ডও করেছে! বক্স অফিসে রেকর্ড পরিমাণ ব্যবসা করছে। আর প্রশংসা যেন ঝড়ের বেগে আসছে।

দুদিন আগে সিনেমাটি দেখার জন্য ছুটি ঘোষণা করেছে দেশটির মধ্যপ্রদেশের রাজ্য সরকার। ১৯৯০ সালে কাশ্মীরের হিন্দু পণ্ডিতদের ওপর নির্যাতনের গল্পে নির্মিত সিনেমাটি দেখতে পুলিশ কর্মকর্তাদের বিশেষ ছুটি দেওয়ার কথা জানায় ভারতের মধ্যপ্রদেশ রাজ্য সরকার। এছাড়া বিজেপির সংসদীয় দলের বৈঠকে সিনেমাটির প্রশংসা করে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি।

তবে বুধবার নাম না করেই ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমাকে কটাক্ষ করেছেন মমতা ব্যানার্জি। বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেট বক্তৃতায় তিনি বললেন, ‘কেউ সিনেমা দেখতে যাবে না। ভাইরাল ভিডিও দেখবেন না। সিনেমায় যা দেখায় তা কখনোই সত্যি নয়। তাই সেগুলো বিশ্বাস করবেন না। এগুলো সব বানানো। সিনেমা সিনেমাই। কোনও দিন সত্যি হবে না।’

তাকে আরও বলতে শোনা যায়, ‘ওদের আসলে অনেক টাকা, তাই টাকা খরচ করে এসব বানানয়। দেখবেন না। বিশ্বাসও করবেন না।’

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top