বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১

ডিপজলের জন্মদিনে মেয়ের সারপ্রাইজ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ এপ্রিল ২০২২, ০৩:১০

ডিপজলের জন্মদিনে মেয়ের সারপ্রাইজ

বাংলা চলচ্চিত্রের সবচেয়ে জনপ্রিয় খলনায়ক মনোয়ার হোসেন ডিপজল। তিনি ঢাকাই চলচ্চিত্রে উপহার দিয়েছেন অনেক ব্যবসাসফল সিনেমা। আজ ৬ এপ্রিল দাপুটে এই অভিনেতার জন্মদিন।

১৯৬২ সালের এই দিনে জন্মগ্রহণ করেন ডিপজল। আজ তার ৬০ পূর্ণ হলো। বিশেষ দিনের প্রথম প্রহরেই কেক কেটে সারপ্রাইজ দেন ডিপজলকন্যা ওলিজা। ছেলেমেয়ে ও নাতি-নাতনিদের নিয়ে জন্মদিন পালন করেছেন ডিপজল।

এদিকে মধ্যরাতেই পরিবারের সদস্যদের সঙ্গে জন্মদিন উদযাপনের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন ডিপজল। সেখানে দেখা যাচ্ছে, চেয়ারে বসে আছেন ডিপজল। কোলে নাতনি। চারপাশে পরিবারের সদস্যরা। এ সময় ডিপজলকন্যা বাবার জন্য কেক নিয়ে আসেন। কেক কেটে প্রথমেই নাতনির মুখে তুলে দেন তিনি।

ডিপজল লিখেছেন: ‘সন্তানদের কাছ থেকে জন্মদিনের সারপ্রাইজ পেয়ে আমি অভিভূত। তোমরা আমার পৃথিবী। একজন বাবা হিসেবে তোমাদের কাছে আমি কৃতজ্ঞ।’

এনএফ৭১/এমএ/২০২২

 

 



বিষয়: ডিপজল


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top