নায়ক মান্নার জন্মদিন আজ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৫ এপ্রিল ২০২২, ০৩:২৬
নব্বই দশকের তুমল জনপ্রিয় নায়ক মান্না। তার পারিবারিক নাম এস এম আসলাম তালুকদার মান্না। তবে নায়ব মান্না হিসেবেই দেশবাসীর কাছে জনপ্রিয় তিনি। ভক্তরা অনেকেই তাকে মহানায়ক বলেও ডাকেন। আজ এই নায়কের জন্মদিন।
১৯৬৪ সালের ১৪ এপ্রিল টাঙ্গাইলের কালিহাতির কৈতলা গ্রামে জন্মগ্রহণ করেন এই দাপুটে অভিনেতা। ১৯৮৪ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমের মাধ্যমে চলচ্চিত্রে আগমন ঘটে মান্নার। তার অভিনীত প্রথম সিনেমা ‘তওবা’ কিন্তু প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাগলী’। মৃত্যুর আগ পর্যন্ত প্রায় ৪০০ ছবিতে অভিনয় করেছিলেন মান্না।
শুধু অভিনেতা নয়, প্রযোজক হিসেবেও বেশ সফল ছিলেন মান্না। তার প্রতিষ্ঠান থেকে যতগুলো সিনেমা প্রযোজনা করেছেন প্রতিটি ব্যবসাসফল হয়েছিলো। ছবিগুলোর মধ্যে রয়েছে লুটতরাজ, লাল বাদশা, আব্বাজান, স্বামী-স্ত্রীর যুদ্ধ, দুই বধূ এক স্বামী, মনের সাথে যুদ্ধ, মান্না ভাই ও পিতা-মাতার আমানত। ২০০৮ সালের ১৭ ফেব্রুয়ারি আকস্মিক মৃত্যুবরণ করেন দেশীয় ছবির এই সুপারস্টার।
প্রয়াত এই নায়কের জন্মদিন উপলক্ষে ‘মহানায়ক মান্না ফ্যান ক্লাব’র পক্ষ থেকে প্রতিবছর এফডিসিতে নানা রকম অনুষ্ঠান আয়োজন করা হয়। তবে এবার এফিডিসির বাইরে গিয়ে রাজধানীর কাজীপাড়া হাফেজিয়া মাদ্রাসায় কুরআন খতম, দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করেছে ফ্যান ক্লাবটি। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল থেকেই শুরু হয় আয়োজন।
মান্না ফ্যান ক্লাবের অ্যাডমিন সোহেল বলেন, ‘আমরা প্রতিবছর আমাদের প্রাণের নায়ক, মহানায়ক মান্নার জন্ম ও মৃত্যু দিনকে নানা আয়োজনের মধ্য দিয়ে স্বরণ করে রাখি। মান্না ভাই যেহেতু সবসময় এই মানুষগুলোর পাশে দাঁড়াতেন, তাই আমরাও মান্নার ভক্ত হিসেবে ‘মহানায়ক মান্না ফ্যান ক্লাব’-এর পক্ষ থেকে এই আয়োজন করেছি।’
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।