আমি পদত্যাগের কথা কাউকে বলিনি: ডিপজল
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ এপ্রিল ২০২২, ০৫:৫৪
বাংলাদেশ প্রযোজক ও পরিবেশক সমিতির নির্বাচনে প্রার্থী হচ্ছেন মুভিলর্ডখ্যাত মনোয়ার হোসেন ডিপজল। এ নির্বাচনে অংশগ্রহণ করা নিয়ে অনেকে বলছেন, ডিপজলকে শিল্পী সমিতি থেকে পদত্যাগ করে নির্বাচন করতে হবে। এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে ‘ডিপজল পদত্যাগ করছেন’ এমনও বলা হয়। তবে ডিপজল বলছেন ভিন্ন কথা।
ডিপজল বর্তমানে সিঙ্গাপুর আছেন। সেখান থেকে এই প্রতিবেদককে জানান, ‘এখানে তথ্যগত বিভ্রাট রয়েছে। এটি হয়তো অনেকে জানে না বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। মূল বিষয় হচ্ছে, শিল্পী সমিতিতে নির্বাচিত নেতৃবৃন্দের কেউ যদি অন্য সংগঠনে নির্বাচন করতে চায়, তাহলে সে করতে পারবে। তবে অন্য সংগঠনের নির্বাচিত নেতৃবৃন্দ শিল্পী সমিতিতে নির্বাচন করতে পারবে না। এটাই হচ্ছে শিল্পী সমিতির গঠনতন্ত্রের বিধান। বিষয়টিকে অনেকে ভুলভাবে উপস্থাপন করছেন।’
ডিপজল বলেন, ‘আমি শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি। এ পদে থেকেই প্রযোজক ও পরিবেশক সমিতিতে নির্বাচন করবো। এতে সাংগঠনিক কোনো বাধা নাই। আমার বরাত দিয়ে যে সংবাদ পরিবেশিত হয়েছে তা ঠিক নয়। আমি পদত্যাগ করবো এমন কোনো কথা কাউকে বলিনি।’
এদিকে ডিপজল সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন মিয়াভাইখ্যাত চিত্রনায়ক ফারুকের সঙ্গে দেখা করেছেন। বিষয়টি উল্লেখ করে তিনি জানান, ফারুক ভাই এখন আগের চেয়ে অনেক ভালো আছেন। খুব শিগগিরই দেশে ফিরবেন। ডিপজলও চেকআপ শেষে ঈদের আগে দেশে ফিরবেন বলে জানিয়েছেন।
এনএফ৭১/এমএ/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।