চড়কাণ্ডের পর ভারতে উইল স্মিথ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২২, ০৭:১১

চড়কাণ্ডের পর ভারতে উইল স্মিথ

কিছুদিন আগেই বিশ্ব চলচ্চিত্র প্রত্যক্ষ করেছে ন্যাক্কারজনক এক ঘটনা। অস্কারের মঞ্চে সবার সামনেই উপস্থাপক ক্রিস রককে কষিয়ে চড় মারেন অভিনেতা উইল স্মিথ। এই ঘটনায় বিতর্কের ঝড় ওঠে বিশ্বজুড়ে। স্মিথকে ১০ বছরের নিষিদ্ধ করেছে অস্কার কর্তৃপক্ষ।

চড়কাণ্ডের পর আর প্রকাশ্যে দেখা যায়নি উইল স্মিথকে। অবশেষে প্রায় এক মাস পর দেখা গেল তাকে। তাও আবার ভারতে! মুম্বাইয়ের বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হয়েছেন অভিনেতা।

প্রশ্ন হতে পারে স্মিথ হঠাত ভারতে এলেন কেন? ধারণা করা হচ্ছে, শান্তির খোঁজেই এসেছেন। ভারতের বহুল আলোচিত সাধগুরুর সঙ্গে দেখা করবেন স্মিথ। তার পরামর্শ নিয়ে আত্মিক শান্তি অনুসন্ধান করবেন। সাধগুরুর সঙ্গে তার আগে থেকেই ভালো যোগাযোগ রয়েছে। ২০১৯ সালেও একবার স্মিথ ভারতে এসেছিলেন।

এনএফ৭১/এমএ/২০২২

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top