বিশ্বের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র সমাবেশে কান উৎসবের জুরি বোর্ডে দীপিকা পাড়ুকোন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ এপ্রিল ২০২২, ১০:৫০
বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের একজন দীপিকা পাড়ুকোন। যিনি শুধু বলিউডে নয় কাজ করেছেন হলিউডেও। বিশ্বের নানা প্রান্তে রয়েছে তার অগণিত ভক্ত। এবার তার ভক্ত ও ভারতীয় ফিল্ম ইন্ড্রাস্টির জন্য গৌরবের মুহূর্ত বয়ে এনেছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
নিঃসন্দেহে বিশ্বের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র সমাবেশের একটি ‘কান চলচ্চিত্র উৎসব’। যা সিনেমার বিকাশকে উন্নত করতে এবং বিশ্ব চলচ্চিত্র শিল্পের বিকাশকে উন্নীত করতে কাজ করে।
এবার বসবে কানের ৭৫তম আসর। সে উৎসবের জুরি বোর্ডে নির্বাচিত হয়েছেন দীপিকা পাড়ুকোন।
আন্তর্জাতিক প্রতিযোগিতাটি আট সদস্যের জুরির অংশ হিসেবে দীপিকার নাম ঘোষণা করেছে। জুরির সভাপতিত্ব করবেন ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিন্ডন। জুরিতে দীপিকার সঙ্গে যোগদানকারী অন্যান্য তারকাদের মধ্যে রয়েছেন ইরানি চলচ্চিত্র নির্মাতা আসগর ফারহাদি, সুইডিশ অভিনেত্রী নুমি রেপেস, অভিনেত্রী চিত্রনাট্যকার প্রযোজক রেবেকা হল, ইতালীয় অভিনেত্রী জেসমিন ট্রিনকা, ফরাসি পরিচালক লাডজ লি, আমেরিকান পরিচালক জেফ নিকোলস এবং নরওয়ে থেকে পরিচালক জোয়াকিম ট্রিয়ার।
অভিনেত্রী দীপিকা তার বর্ণাঢ্য কর্মজীবনে ভারতীয় চলচ্চিত্রে সেরা পারফরম্যান্স প্রদান করেছেন। তার অভিনীত সিনেমাগুলো পেয়েছে সমালোচকদের প্রশংসা। এমনকি সর্বকালের সর্বোচ্চ আয়কারী সিনেমাগুলোর তালিকাতেও আছে তার কিছু ছবি।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।