ওয়েব ফিল্ম ফ্লোর নম্বর ৭’
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৪ মে ২০২২, ০৪:৪৬
গেল বছরের অক্টোবরের ঘটনা। হলিউডের একটি সিনেমার শুটিং ফ্লোরে খেলনা বন্দুক নিয়ে অভিনয় করতে গিয়ে চিত্রগ্রাহককে গুলি করেন হলিউডের জনপ্রিয় অভিনেতা অ্যালেক বল্ডউইন। আর এতেই গুরুতরভাবে আহত হয়ে মারা যান তিনি।
ঘটনার আকস্মিকতায় হতবিহ্বল হয়ে যান বল্ডউইনসহ পুরো শুটিং ইউনিট। চিত্রগ্রাহকের পাশাপাশি আহত হন সিনেমার পরিচালকও।
সেই ঘটনার আদলেই নির্মিত হলো ওয়েব ফিল্ম ‘ফ্লোর নম্বর ৭’। এখানে দেখা যাবে সিনেমার শুটিং ফ্লোরে নকল পিস্তলের গুলিতে মারা যান জনপ্রিয় চিত্রনায়ক সাদমান চৌধুরী। থমথমে শুটিং ফ্লোরে হত্যাকাণ্ডের তদন্তে একে একে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য।
প্রপ্সের পিস্তলের জায়গায় আসল পিস্তল অদলবদল করল কে? কী–বা হতে পারে হত্যার উদ্দেশ্য? এইসব প্রশ্নের উত্তর মিলবে আজ। ঈদের দিন রাত ৮টায় মুক্তি পেতে যাচ্ছে রায়হান রাফি পরিচালিত চরকি অরিজিনাল সিনেমা ‘ফ্লোর নম্বর ৭’।
এই সিনেমায় প্রধান চরিত্রে আছেন বুবলী। আরও আছেন শাহরিয়ার নাজিম জয়, তমা মির্জা, নবাগত নায়ক রাজ, সুমন আনোয়ারসহ আরও অনেকেই।
পরিচালক রায়হান রাফি বলেন, ‘‘ফ্লোর নম্বর ৭’ অনেক যত্ন নিয়ে নির্মাণ করেছি। আশা করছি দর্শক এটি উপভোগ করবেন।
বুবলী বলেন, ‘এবারের ঈদে আমার একটি সিনেমা মুক্তি পেয়েছে হলে। আরেকটি ওটিটিতে। ওটিটিতে মুক্তি পাওয়া ছবি ‘ফ্লোর নম্বর ৭’। ভিন্ন আঙ্গিকের একটি গল্প। চরিত্রটিতেও দর্শক ভিন্নতা পাবেন। আশা করছি এটি উপভোগ করবেন সবাই’।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: ওয়েব ফিল্ম বুবলী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।