আবুধাবি যেতে আদালতের অনুমতি চাইলেন জ্যাকলিন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১২ মে ২০২২, ০৭:১৩

দেশের বাইরে যেতে চান বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। তবে ঠগ সুকেশের ২০০ কোটি টাকার প্রতারণার মামলার সঙ্গে জড়িয়ে জ্যাকলিনের বিদেশ যাত্রা এখন আর আগের মতো সহজ নয়। রীতিমতো আদালতের কাছ থেকে অনুমিত নিয়েই দেশের বাইরে পা দিতে হবে জ্যাকলিনকে।
আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বলিউডের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্যই আবু ধাবিতে উড়ে যেতে চান জ্যাকলিন। সেই কারণেই ১৫ দিনের জন্য আবু ধাবিতে যাওয়ার অনুমতি চেয়ে দিল্লি কোর্টে আবেদন জানিয়েছেন অভিনেত্রী।
২০০ কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত ‘ঠগ’ সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে বলিউড অভিনেত্রী জ্যাকলিনের সম্পর্ক নিয়ে তুমুল শোরগোল বলিউডে। বিশেষ করে জ্যাকলিনের সঙ্গে সুকেশের একটি অন্তরঙ্গ ছবি প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের মুখে পড়েন জ্যাকলিন।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: জ্যাকলিন
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।