ছবির শুটিং করার সময় গুরুতর আহত সামান্থা-বিজয়
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৫ মে ২০২২, ০৫:৫৩

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও অভিনেতা বিজয় দেভেরাকোন্ডা। তারা কাশ্মীরে ছবির শুটিং করার সময় গুরুতর আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাদের। সেখানেই দেওয়া হয় প্রাথমিক চিকিৎসা।
ভারতীয় সংবাদ মাধ্যম জানা গেছে, কাশ্মীরের পহলগাঁও নামক জায়গায় একটি সিনেমার অ্যাকশন দৃশ্যের শুটিং করছিলেন সামান্থা ও বিজয়। শুটিং করার এক পর্যায় গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লিডার নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার পর সামান্থা ও বিজয়কে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সে সময় বেশ কিছুক্ষণ শুটিং বন্ধ ছিল। তবে বড় ধরনের কোনো ক্ষতি হয়নি তাদের। চিকিৎসক জানিয়েছেন, আপাতত দুই তারকাই সুস্থ রয়েছেন।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: শুটিং দক্ষিণী সিনেমা
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।