বৃহঃস্পতিবার, ৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

শাবনূর ও মমতাজের সিডনিতে সারাদিন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩১ মে ২০২২, ০৬:১৯

শাবনূর ও মমতাজের সিডনিতে সারাদিন

ফোক সম্রাজ্ঞী মমতাজ অসংখ্য জনপ্রিয় গান গেয়ে মাতিয়েছেন লাখো ভক্তের মন। অস্ট্রেলিয়ার সিডনিতে ‘বৈশাখী মেলা’ অনুষ্ঠানে অংশ নিতে সেখানে গিয়েছেন মমতাজ। আর সেখানেই আরেক নন্দিত তারকা চিত্রনায়িকা শাবনূরকে দেখে মুগ্ধ হন এই ফোক সম্রাজ্ঞী।

সোমবার (৩০ মে) সারাদিন তাকে সঙ্গ দিয়েছেন শাবনূর এমনটাই জানান মমতাজ। তিনি তার ফেসবুকে কয়েকটি ছবি আপলোড করে ক্যাপশনে লিখেছেন: ‘খুব পছন্দের নায়িকা শাবনূর। আমি জানি আমার মতো কোটি কোটি বাঙালির হৃদয়ে জায়গা করে নিয়েছে এই মেয়েটি। অবশেষে এয়ারপোর্ট পর্যন্ত। ভীষণ মিশুক একটা মানুষ। খুব ভালো থেকো তুমি, অনেক মিস করবো তোমাকে।’

বর্তমানে সিনেমা থেকে দূরে রয়েছেন শাবনূর। এখন তিনি একমাত্র সন্তান নিয়ে অস্ট্রেলিয়ার সিডনিতে বাস করছেন।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top