ধর্ম নিয়ে মন্তব্য : প্রতিবাদের মুখে ক্ষমা চাইলেন পল্লবী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২০ জুন ২০২২, ০৬:০১

ধর্ম নিয়ে মন্তব্য : প্রতিবাদের মুখে ক্ষমা চাইলেন পল্লবী

দক্ষিণ ভারতের ভার্সেটাইল অভিনেত্রী সাই পল্লবী। ক্যারিয়ার খুব বেশি দীর্ঘ না হলেও, একদম বেছে বেছে কাজ করেন ৩০ বছর বয়সী এ অভিনেত্রী। সম্প্রতি কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে এক মন্তব্যের জেরে তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বজরং দলের নেতারা।

জানা গেছে, হায়দরাবাদের সুলতানবাজার থানায় পল্লবীর বিরুদ্ধে অভিযোগটি দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পল্লবী যে সাক্ষাৎকারে কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে মন্তব্য করেছেন, সেটি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। অবশেষে তুমুল বিতর্ক ও প্রতিবাদের মুখে ক্ষমা চাইলেন তিনি।

এ প্রসঙ্গে সাই পল্লবী বলেন, ‘এই প্রথমবার আমি কিছু স্পষ্ট করার জন্য সবার সঙ্গে যোগাযোগ করছি। মনে হচ্ছে, এই প্রথমবার আমি আমার হৃদয়ের কথা বলার আগে দুবার ভাবব, কারণ আমি উদ্বিগ্ন। আমার কথার ভুল ব্যাখ্যা হতে পারে। তাই আমাকে ক্ষমা করবেন, যদি আমি আমার চিন্তাভাবনা জানাতে স্বাভাবিকের চেয়ে বেশি সময় নিই।’ 

তিনি আরও বলেন, ‘একটি সাম্প্রতিক সাক্ষাত্কারে, আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, আমি বাম নাকি ডানপন্থী। তখন স্পষ্টভাবে বলেছিলাম যে, আমি বিশ্বাস করি আমি নিরপেক্ষ এবং আমাদের নিজেদের প্রথমে ভালো মানুষ হতে হবে। এবং নির্যাতিতদের যেকোনো মূল্যে রক্ষা করতে হবে।’



বিষয়: পল্লবী


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top