আজ অঞ্জনার জন্মদিন 

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৮ জুন ২০২২, ০৬:৩১

আজ অঞ্জনার জন্মদিন 

আজ (২৭ জুন) কিংবদন্তি নৃত্যশিল্পী ও অভিনেত্রী অঞ্জনার জন্মদিন। বয়স তার কাছে কেবল সংখ্যা মাত্র। অভিনয়ে সরব না থাকলেও চলচ্চিত্রের নানা অনুষ্ঠানে নিয়মিত দেখা যায় তাকে। তরুণ শিল্পীদের কাছেও অঞ্জনা জনপ্রিয় নাম। এ প্রজন্মের শিল্পীদের ভালো কাজের ব্যাপারে উৎসাহিত করেন এই অভিনেত্রী।

অঞ্জনার অভিনয় জীবন শুরু ১৯৭৬ সালে। বাবুল চৌধুরী পরিচালিত ‘সেতু’ চলচ্চিত্র দিয়ে কাজ শুরু করলেও তার মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিটি ‘দস্যু বনহুর’। শামসুদ্দিন টগর পরিচালিত এ ছবিটি ১৯৭৬ সালের ১২ সেপ্টেম্বর মুক্তি পায়। এরপর প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি।

এই অভিনেত্রীর উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- মাটির মায়া, অশিক্ষিত, চোখের মণি, সুখের সংসার, জিঞ্জির, অংশীদার, আনারকলি, বিচারপতি, আলাদীন আলীবাবা সিন্দাবাদ, অভিযান, মহান, রাজার রাজা, বিস্ফোরণ, ফুলেশ্বরী, রাম রহিম জন, নাগিনা, পরীণিতা।





বিষয়: অঞ্জনা


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top