অনন্তকে মুখে লাগাম টানতে বললেন অঞ্জনা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ জুলাই ২০২২, ০৬:৩২

অনন্তকে মুখে লাগাম টানতে বললেন অঞ্জনা

চিত্রনায়িকা অঞ্জনা সুলতানাকে অভিনয়ে দেখা না গেলেও ফিল্ম কেন্দ্রিক সংগঠনগুলোর সঙ্গে সরব উপস্থিতি তার। এক সময়ের সাড়া জাগানো এই অভিনেত্রী বর্তমান সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব।

ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে ব্যবসায়ী-নায়ক অনন্ত জলিলের নতুন সিনেমা ‘দিন দ্য ডে’। ইতোমধ্যেই তিনি বারবার বলেছেন, এই সিনেমার বাজেট ১০০ কোটি টাকার বেশি। যদিও তার এই দাবি নিয়ে প্রশ্ন উঠেছে। এ ছাড়া বিভিন্ন সাক্ষাৎকারে নিজের সিনেমাকে আন্তর্জাতিক মানের বলেও দাবি করেছেন তিনি।

তবে এই কথায় আপত্তি জানিয়ে অনন্ত জলিলের এসব কথায় বিরক্ত হয়েছেন জনপ্রিয় এই নায়িকা। তার মতে, দেশের তারকাদের মধ্যে তিনিই সবচেয়ে বেশি আন্তর্জাতিক সিনেমায় কাজ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বুধবার (২০ জুলাই) ছবিসহ একটি স্ট্যাটাস দিয়ে বেশ বড় একটি লেখা দিয়েছেন।

মিস্টার অনন্ত জলিল। আন্তর্জাতিক মানের সিনেমা আন্তর্জাতিক মানের সিনেমা। আমি আমার অভিনীত আন্তর্জাতিক মাইলস্টোন ইন্টারন্যাশনাল চলচ্চিত্রের পোস্টারগুলো দিলাম দেখে নিন। আপনার এই ডায়ালগ শুনতে শুনতে আমরা বিরক্ত হয়ে গেছি, বিশেষ করে আমি অনেক বিরক্ত হয়েছি। আন্তর্জাতিক চলচ্চিত্র বলতে আপনি কি বোঝাতে চেয়েছেন।

আমার অভিনীত অনেক বিগ বাজেটের অ্যাকশনধর্মী সুপার বাম্পার ব্লকবাস্টার আন্তর্জাতিক (Qatilon Qey Qatil & Badla, Aaug Aur sholay,Bardhast, Akhiri faisala) চলচ্চিত্রগুলো দেখে নেবেন আশা করি। আপনি আবার বলেছেন এদেশে এর আগে এ রকম আন্তর্জাতিক চলচ্চিত্র নির্মাণ হয়নি বা কোনো শিল্পী এ রকমভাবে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করেনি। এ বিষয়টা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না। মিস্টার অনন্ত জলিল আপনি হয়তো জানেন না।

তিনি আরও লেখেন, ‘আজ থেকে প্রায় ৩০ বছর আগেই অসংখ্য আন্তর্জাতিক ব্যবসা সফল চলচ্চিত্রে আমি দাপটের সঙ্গে অভিনয় করেছি। সেখানে তুরস্ক, ইরাক, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, হংকংসহ পাকিস্তানের আরও নিজস্ব ৩টি ভাষা উর্দু, পাঞ্জবি, পশতু ভাষার ব্যবসা সফল বহু চলচ্চিত্রে সুনামের সঙ্গে আমি অভিনয় করেছি।



বিষয়: অঞ্জনা


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top