শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

চলে গেলেন চলচ্চিত্র অভিনেতা আব্দুল্লাহ সাকী

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৯ আগষ্ট ২০২২, ০৪:৫০

চলে গেলেন চলচ্চিত্র অভিনেতা আব্দুল্লাহ সাকী

এক সময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা আব্দুল্লাহ সাকী মারা গেছেন। শনিবার (২৭ আগস্ট) দিনগত রাত ১টায় নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি নানা অসুখে ভুগছিলেন।

এই অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন বাংলাদেশ শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক।

আব্দুল্লাহ সাকীর জন্য ফেসবুকে শোক প্রকাশ করেছেন চিত্রনায়ক ওমর সানী। তিনি লেখেন, ‘‘একটা দুঃসংবাদ পেলাম এখন, আমার বিখ্যাত ছবি ‘প্রেম গীত’-এ আমার সাথে খান চাচা অভিনয় করেছিলেন, আমাদের অসংখ্য ছবির শিল্পী সাকী ভাই গত রাত একটার সময় ইন্তেকাল করেছেন, উনার কাছের একজন মানুষ আমাকে ফোন দিয়ে জানালেন, সাকী ভাইকে আল্লাহ জান্নাত নসিব করুন।”

এছাড়া জায়েদ খানসহ আরও অনেকে শোক প্রকাশ করেছেন এই অভিনেতার জন্য।

উল্লেখ্য, ৯০ দশকের অসংখ্য সিনেমায় পাশ্ব চরিত্রে দেখা গিয়েছিল আব্দুল্লাহ সাকীকে। অভিনয় দিয়ে অল্প সময়ে তিনি প্রশংসিত হন। দীর্ঘদিন ধরে চলচ্চিত্র থেকে দূরে ছিলেন তিনি। এবার চিরতরে দূরে চলে গেছেন দুনিয়া থেকে।

এনএফ৭১/আরআর/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top