জ্যঁ লুক গদার আর নেই
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৫
কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা জ্যঁ লুক গদার আর নেই। তার বয়স হয়েছিল ৯১।
সংবাদমাধ্যম লিবারেশন ও অন্য ফরাসি মিডিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জ্যঁ লুক গদার। ‘ব্রেথলেস’, ‘কনটেম্প’, ‘আলপাভাইল’-এর মতো কালজয়ী সিনেমা নির্মাণ করেছেন। ষাটের দশকে ফরাসি সিনেমায় বিপ্লব এনেছিলেন তিনি। এজন্য তাকে ‘গডফাদার অব ফ্রেঞ্চ নিউ ওয়েভ সিনেমাস’ বলা হয়।
খ্যাতিমান এই নির্মাতা ১৯৬০ সালে রুপালি জগতে পা রাখেন। তখন থেকেই ফরাসি সিনেমা আন্দোলনের সঙ্গে যুক্ত হন। বিশ্ব সিনেমাকে এক নতুন আঙ্গিক উপহার দেয় তার সিনেমা। কুয়েন্টিন ট্যারেন্টিনো, বার্নার্ডো বার্তোলুচি, স্টিফেন স্পিলবার্গের মতো বিশ্ববরেণ্য চলচ্চিত্র নির্মাতাদের কাছে গোদার ছিলেন আইকন।
গদার বলেছিলেন, ‘আপনি কোথায় থেকে নিচ্ছেন সেটি মূল বিষয় নয়, কোথায় পৌঁছে দিচ্ছেন সেটিই আসল।’
গদারকে ২০১০ সালে অ্যাকাডেমি সম্মানসূচক পুরস্কার প্রদান করা হয়। ২০১৪ সালে তার সিনেমা ‘গুডবাই’ কান চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কার পায়। ২০১৮ সালে তার সিনেমা ‘ইমেজ বুক’ ‘স্পেশাল পাম দ’র’ পেয়েছে। ‘ম্যাস্কুলিন ফেমিনিন’, ‘মাই লাইফ টু লিভ’, ‘দ্য লিটল সোলজার’, মেড ইন ইউএসএ’ তার আরো কয়েকটি উল্লেখযোগ্য সিনেমা।
এনএফ৭১/আরআর/২০২২
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।