শিল্পী আকবরের পায়ের কিছু অংশ কেটে ফেলা হয়েছে
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪০
অনেক বছর ধরেই দুরাবস্থার মধ্যে আছেন সংগীতশিল্পী আকবর। মাঝে কিছুটা ঘুরে দাঁড়ালেও ফের ভাগ্যের পরিহাসে সঙ্কটের মুখোমুখি তিনি। তার দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। এছাড়া দীর্ঘদিন ধরে সমস্যায় ভুগতে থাকা আকবরের পায়ে পচন ধরেছে। ফলে এই গায়কের পায়ের কিছু অংশ কেটে ফেলা হয়েছে। এমনটিই জানিয়েছেন তার স্ত্রী কানিজ ফাতেমা।
আকবরের স্ত্রী বলেন, ‘সোমাবার আকবরের পায়ের গোড়ালির কিছু অংশ অস্ত্রোপচার করে কাটা হয়েছে। পুরোটা এখনো কাটার সিদ্ধান্ত হয়নি। তার দুটো কিডনিই ড্যামেজ, পেটে খুব যন্ত্রণা হচ্ছে। এখন বোর্ড পর্যবেক্ষণে রেখেছে। পুরো পা কাটার সিদ্ধান্ত হয়নি।’
উল্লেখ্য, বিটিভির ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে কিশোর কুমারের গাওয়া ‘একদিন পাখি উড়ে যাবে’ গানটি নতুন করে গেয়ে গোটা দেশে আলোড়ন তৈরি করেছিলেন কণ্ঠশিল্পী আকবর। এরপর তার প্রথম মৌলিক গান ‘তোমার হাত পাখার বাতাসে’ও পায় আকাশচুম্বী জনপ্রিয়তা। তখন থেকে গান নিয়েই ছিলেন আকবর। কিন্তু বর্তমানে লড়ছেন রোগের সঙ্গে।
এনএফ৭১/আরআর/২০২২
বিষয়: শিল্পী আকবর অস্ত্রোপচার
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।