বৃহঃস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রহায়ণ ১৪৩১

পা হারাচ্ছেন গায়ক আকবর

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ১২:১৪

পা হারাচ্ছেন গায়ক আকবর

শারীরিক অবস্থার অবনতি হয়েছে কণ্ঠশিল্পী আকবরের। রোববার (১৬ অক্টোবর) বিকালে এক ফেসবুক পোস্টে আকবরের স্ত্রী কানিজ ফাতেমা জানান, বিকেল সাড়ে পাঁচটার পর অস্ত্রোপচারের মাধ্যমে আকবরের ডান পা কেটে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকেরা।

‘ইত্যাদি’-খ্যাত এই সংগীতশিল্পী দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনির জটিলতায় ভুগছেন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

গণমাধ্যমকে কানিজ ফাতেমা বলেন, ‘চিকিৎসকেরা বলেছেন, পা কেটেই ফেলতে হবে। তারপরও যদি পা বাঁচানো যায়, সেই চেষ্টা করবেন তারা। তাকে এখন অস্ত্রোপচারের কক্ষে নেওয়া হচ্ছে। সবার কাছে দোয়া চাইছি।’

কয়েক বছর ধরেই বিভিন্ন ধরনের রোগের সঙ্গে লড়াই করছেন আকবর। কিডনি দুটি নষ্ট হয়ে যাওয়াতে শরীরে পানি জমে গেছে। যার কারণে, তার ডান পায়ে ক্ষত সৃষ্টি হতে থাকে। তিনি বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তিনি।



বিষয়: আকবর


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top