শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১

আজ ঐশ্বরিয়া রাইয়ের জন্মদিন

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ২ নভেম্বর ২০২২, ০৪:৫৭

আজ ঐশ্বরিয়া রাইয়ের জন্মদিন

আজ বিশ্ব সুন্দরী ঐশ্বর্য রাইয়ের জন্মদিন। ৪৯ বছরে পা দিলেন তিনি। যদিও,তাঁকে দেখে তা বোঝার উপায় নেই । তাঁর ফিটনেস, তাঁর সৌন্দর্য হার মানায় বলিউডের এই প্রজন্মের সুন্দরী তারকাদেরও ।

শুরুটা হয়েছিল বিজ্ঞাপনে । তারপর সোজা মিস ওয়ার্ল্ড । বিশ্ব সুন্দরীর তকমা পাওয়ার পর সিনেমায় আসা । হিন্দি চলচ্চিত্র জগতে ধীরে ধীরে ছড়িয়ে পড়ল ঐশ্বর্য জাদু। কেরিয়ারের তিন দশক কাটিয়ে আজও তিনি সমান মোহময়ী । তাঁর রূপের জাদুতে মজেছে দেশ-বিদেশে থাকা তাঁর অজস্র অনুরাগীরা।

ঐশ্বর্য রাইয়ের ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্কের শেষ নেই। বিবেক ওবেরয়, সলমন খান...ঐশ্বর্যর জীবনে এসেছেন একাধিক পুরুষ। তাঁদের নিয়ে বিতর্কও কম কিছু নয়। শেষ পর্যন্ত ঐশ্বর্যর মনে পাকাপাকি জায়গা করে নিলেন অমিতাভ পুত্র অভিষেক। বচ্চন পরিবারের একমাত্র ছেলের গলায় মালা দেন বিশ্বসুন্দরী। হয়ে উঠলেন ঐশ্বর্য রাই বচ্চন । কন্যাসন্তান আরাধ্যার জন্ম দিলেন । কিন্তু, মা হওয়ার পর জৌলুস যেন আরও বেড়েছে নায়িকার। জনপ্রিয়তাও বেড়েছে উত্তরোত্তর। আজও তাঁর স্টারডম অক্ষুন্ন বলা যেতে পারে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top