পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে এক নতুন ইতিহাস করতে যাচ্ছে সিনেমাটি
‘অ্যাভাটার ২’ এর ট্রেইলারেই বাজিমাত, বাড়িয়ে দিল উত্তেজনা
রায়হান রাজীব | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২২, ০১:১৫
২০০৯ সালে বিশ্ব সিনেমায় এক ঝড় উঠেছিল। সেই ঝড়ের নাম ব্লকবাস্টার ‘অ্যাভাটার’। বিখ্যাত নির্মাতা জেমস ক্যামেরন পরিচালিত সিনেমাটি নতুন দিগন্তের সূচনা করেছিল। এক দশক ধরে বৈশ্বিক বক্স অফিসে আলোড়ন তোলা সিনেমা ছিল এটি। এ সময় আয়ের দিক থেকে ‘অ্যাভাটার’কে ছাড়িয়ে যেতে পারেনি কেউই।
দীর্ঘ ১৩ বছর পর এবার আসছে ‘অ্যাভাটার’ সিনেমার নতুন পর্ব। হলিউডের খবর, কল্পবিজ্ঞানভিত্তিক এই সিনেমার নাম দেওয়া হয়েছে ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’। সিনেমাটি সারা দুনিয়ায় মুক্তি পেতে যাচ্ছে এ বছরের ১৬ ডিসেম্বর।
এদিকে, বুধবার (২ নভেম্বর) প্রকাশ পেয়েছে সিনেমাটির ট্রেলার, আর প্রকাশের পরপরই নেটদুনিয়ায় তোলপাড় শুরু হয়েছে ট্রেলারটি নিয়ে।
এরআগে, গত মে মাসে ১ মিনিট ৩৮ সেকেন্ডের টিজারেই সাড়া ফেলে দেয় অ্যাভাটার ২। সেখানে কিছু সংলাপ দর্শকমনে বেশ প্রভাব ফেলে, তন্মধ্যে- ‘আমি একটা কথাই জানি, আমরা যেখানেই যাই, এই পরিবারটিই আমাদের দুর্গ।’
এবার সিনেমার ট্রেইলারেও বাজিমাত করলেন জেমস ক্যামেরন। নতুন ট্রেইলারের মাধ্যমে দর্শকদের ভিস্যুয়াল এক্সপেরিয়েন্সকে যেন নতুন উচ্চতায় নিয়ে গেলেন ক্যামেরন। অ্যাকশন-অ্যাডভেঞ্চারে পূর্ণ ট্রেইলারটি আরও প্যান্ডোরার জগতে নিয়ে গেছে দর্শকদের।
‘দ্য ওয়ে অব ওয়াটার’-এ দেখা যাবে এক পরিবারে আছে জেক, নেইটিরি এবং তাদের সন্তানেরা। এবারের গল্পে একে অপরকে রক্ষা করা, যুদ্ধ করে বেঁচে থাকার কাহিনি উঠে আসতে পারে। সিনেমাটিতে পরিবারকে গুরুত্ব দেয়া হবে তার একটি ইঙ্গিত দেয়া হয়েছিল মে মাসে মুক্তি পাওয়া টিজারেই।
২০১৯ সালে ‘মার্ভেল’স অ্যাভেঞ্জার্স: অ্যান্ডগেম’ এসে সিংহাসনচ্যুত করে অ্যাভাটারকে। কিন্তু সেই তকমা আবার ফিরে পায় অ্যাভাটার। দুটি চলচ্চিত্রের স্বত্বাধিকার ওয়াল্ট ডিজনি। সর্বোচ্চ আয়ের তালিকায় তৃতীয় স্থানে থাকা আরেক সিনেমা টাইটানিকও এই একই প্রতিষ্ঠানের।
পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে এক নতুন ইতিহাস করতে যাচ্ছে সিনেমাটি, এমনটাই ধারণা করছেন সিনেমা বিশেষজ্ঞরা।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।