অভিনেত্রী রুনা খান এখন ১০৫ থেকে ৬৮ তে
রায়হান রাজীব | প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২, ০১:০৯
বাংলাদেশের নাটক ও সিনেমা পাড়ার নিয়মিত মুখ রুনা খান। অভিনয়ে বারবার ছাড়িয়ে গেছেন নিজেকে। সবধরণের চরিত্রে নিজেকে মানিয়ে নেয়াই যেন তার বিশেষ গুণ। একের পর এক হিট কনটেন্ট। নির্মাতা মোস্তফা কামাল রাজের ‘ফ্যামিলি ক্রাইসিস’ আর এবং ‘ফ্যামিলি ক্রাইসিস রিলোডেড’-এ আরও বেশি জনপ্রিয় হয়েছেন তিনি।
রুনা খান একাধিক ওয়েব কনটেন্টে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। বিশেষ করে আশফাক নিপুণের ‘কষ্টনীড়’-এ তার অভিনয় বাংলাদেশের দর্শকদের পাশাপাশি মুগ্ধ করেছে পশ্চিমবঙ্গের দর্শকদেরও।
‘মাশরাফি জুনিয়র’ নাটকে অভিনয় করেও অনেক খ্যাতি কুড়িয়েছেন এই অভিনেত্রী। বর্তমানে অমিতাভ রেজার নির্মাণে ভারতীয় ওটিটি প্লাটফর্ম হইচইতে চলছে তার নতুন সিরিজ ‘বোধ’।
শুধু নাটক টেলিফিল্ম নয় বড়পর্দা এবং ওটিটির পর্দার নিয়মিত মুখ রুনা খান। সম্প্রতি ওজন কমিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। নতুন লুকে তিনি যেন এক অষ্টাদশী নারীরূপে ধরা দিচ্ছেন সবার মাঝে।
কিছুদিন আগেও তার শরীরে ওজন ছিল ১০৫ কেজি কিন্তু তা এখন অতীত। ৩৭ কেজি ওজন কমিয়ে মাত্র ৬৮ কেজিতে নিজেকে নিয়ে এসেছেন। দীর্ঘ অধ্যবসায় পরিশ্রমে তার এই প্রাপ্তি। নতুন এই রূপে নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন তিনি।
রুনা খান জানিয়েছেন, ওজন এতটাই বেড়ে গিয়েছিল যে চলতে-ফিরতে সমস্যা হতো। ফলে অভিনয় থেকে বিরতি নিয়ে ওজন কমানোর দিকে মনোযোগ দেই। কঠোর পরিশ্রম করে ৩৭ কেজি ওজন কমিয়েছি। এখন নিয়মিত অভিনয় শুরু করব।
২০১৬ সালে নাগরিক নাট্য সম্প্রদায়ের ‘নাম গোত্রহীন’ মঞ্চ নাটকে অভিনয় করে শোবিজ দুনিয়ায় নাম লেখান রুনা খান । এরপর থেকে নিয়মতি কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। প্রতিনিয়ত যিনি অভিনয়ে বারবার ছাড়িয়ে গেছেন নিজেকে।
রুনা খান অভিনীত ‘না বলা গল্প’ নামে একটি সরকারি অনুদানের সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।
বিষয়: রুনা খান ওজন ৩৭ কেজি অভিনেত্রী রুনা খান
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।