ঢাকার মঞ্চে নাচহীন নিষ্প্রভ

উড়ন্ত চুমু দিয়ে ভালোবাসা ছড়ালেন নোরা ফাতেহি

রায়হান রাজীব | প্রকাশিত: ২০ নভেম্বর ২০২২, ০৫:৩২

ঢাকার মঞ্চে নোরা ফাতেহি

শেষ পর্যন্ত সব ঠিকঠাকই ছিলো। যথাসময়ে তিনি বাংলাদেশে এলেন এবং উঠলেন ঢাকার মঞ্চে। যে মঞ্চটিকে বলা হচ্ছিলো ‌‘দিলবার’-কন্যার ফিফা-ওয়ার্ল্ড কাপ উদ্বোধনী মঞ্চের ক্লোজডোর রিহার্সাল! ভাবা হচ্ছিল, ঢাকার মঞ্চ থেকে নেমেই নোরা ফাতেহি ওঠবেন কাতার-মঞ্চে।

তবে ঢাকার নানা আমলাতান্ত্রিক জটিলতায় নোরার রিহার্সালটা ঠিক হলো না। কারণ, যার জন্ম, যুদ্ধ আর জনপ্রিয়তা নাচের জন্য, সেই কিনা- না নেচেই ছাড়লেন মঞ্চ! অন্যদের হাতে তুলে দিতে হলো গুরুগম্ভীর প্রধান অতিথির মতো কয়েকটি ক্রেস্ট! সীমাবদ্ধ থাকলেন অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অংশেই।

সম্ভবত অনুমতির বাইরে মঞ্চে উঠলেও এদিন রাতে নেচে-গেয়ে বিষয়টিকে আরও জটিল করতে চাননি নোরা। কারণ, তার ঢাকা সফরের অনুমতি মিলেছে অনেক কাঠ-খড় পুড়িয়ে নারী বিষয়ক একটি তথ্যচিত্রের শুটিংয়ের কথা বলে!

শুক্রবার রাত রাত ৯টা ৪০ মিনিট। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলছিল ‘উইমেন অ্যামপাওয়ারমেন্ট ইন বাংলাদেশ’ শীর্ষক আয়োজন। মঞ্চে ওঠেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। এসময় হলভর্তি তৃষ্ণার্ত দর্শক নোরা... নোরা... বলে চিৎকার করে ওঠেন। আগ্রহী দর্শকদের উদ্দেশে হাতের ইশারায় চুমু ছুঁড়ে দেন নোরা।

আবেদনময়ী নোরা বলেন, ঢাকায় আসতে পেরে আমি সত্যি অনেক আনন্দিত। দ্বিতীয়বারের মতো আমার এখানে আসা। উপস্থিত সবাইকে উড়ন্ত চুমু ছুড়ে দিয়ে বলেন, এতো সুন্দর রাতের জন্য সবাইকে অনেক ধন্যবাদ। বাংলাদেশের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। আবার আসতে চান বলেও জানান- এই অভিনেত্রী।

নারীদের উদ্দেশ্যে নোরা বলেন, “নিজের স্বপ্ন পূরণে সাহস এবং শক্তি নিয়ে সামনে এগিয়ে যেতে হবে।”

‘সাকি সাকি’, ‘দিলবার’ গানে নাচ পরিবেশন করে ঝড় তোলা নোরা এ মুহূর্তে বলিউডের সেরা নারী নৃত্যশিল্পীদের একজন। হিন্দির পাশাপাশি তেলেগু, মালয়ালম ও তামিল ছবিতেও নোরা ফাতেহির রয়েছে সরব উপস্থিতি । কেবল বড় পর্দায় নয়, ছোট পর্দা ও মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় এই তারকা।

পাঁচ বছর আগে বলিউড অভিষেক হয় তার। এর মধ্যে কাতার বিশ্বকাপের ‘থিম’ গানে নোরা ফতেহির সংযুক্তি তার কদর আরও বাড়িয়েছে। নিয়ে গেছে অনন্য উচ্চতায়।

 

 

 

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top