শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১

অদেখা লুকে নওয়াজউদ্দিন

চোখ ধাঁধানো 'হাড্ডি' ছবির মোশন পোস্টার প্রকাশ্যে

রায়হান রাজীব | প্রকাশিত: ২২ নভেম্বর ২০২২, ০৭:৪৫

হাড্ডি

কথায় বলে প্রথম দর্শন চিরকালের জন্য মনে ছাপ ফেলে যায়। তেমনই সামনে এলো চোখ ধাঁধানো প্রথম লুক 'হাড্ডি' ছবির। অক্ষত অজয় শর্মা পরিচালিত এই ছবিতে নওয়াজউদ্দিনের লুক দেখে চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড়।

ভক্তদের নিজের অভিনয়ের জাদুতে মুগ্ধ করতে প্রতিবারই নতুন নতুন চমক নিয়ে হাজির হন বলিউডের খ্যাতিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। যারই ধারাবাহিকতায় তার আসন্ন ছবি ‘হাড্ডি’তে তাকে একেবারেই অদেখা এক লুকে দেখা যাবে।

এরআগেও তাকে বিভিন্ন চরিত্রে দেখা গিয়েছে। কিন্তু এই চরিত্রটি একদমই আলাদা। যেটির জন্য নিজেকে আলাদাভাবে তৈরি করেছিলেন নওয়াজউদ্দিন! সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন অভিনেতা নিজেই।

নওয়াজ জানান, ‘হাড্ডি ছবিতে আমাকে অনেক রূপান্তরকামী মানুষের সঙ্গে কাজ করতে হয়েছে। আমি তাদের ২০-২৫ জনের মধ্যে থেকেছি, সময় কাটিয়েছি। তারা যেভাবে পৃথিবীকে দেখেন সেটা সম্পূর্ণ আলাদা। শুধু আলাদাই নয়, আকর্ষণীয় বটে! তাদের জীবন সম্পর্কে আমি অনেক কিছু জেনেছি।’

অভিনেতা আরও বলেন, ‘আমি এই চরিত্রটাকে একটা ক্যারিকেচার হিসেবে তৈরি করতে চাইনি। বরং একজন রূপান্তরকামী মানুষ যেমন হন, তিনি যেমন ভাবেন নিজেকে হাড়ে মজ্জায় সেভাবে তৈরি করার চেষ্টা করেছি। আর সেই কারণেই, নিজেকে তৈরি করার জন্যই আমি তাদের সঙ্গে থেকেছি, সময় কাটিয়েছি। আমি অধীর আগ্রহে অপেক্ষা করে আছি আমার এই চেষ্টা পর্দায় কীভাবে ধরা দেয়।’

এরআগে, ‘হিরোপন্তি ২’ ছবিতে নওয়াজউদ্দিনকে লায়লা শরণের চরিত্রে দেখা গিয়েছিল। কিন্তু অভিনেতা জানান, ‘হাড্ডি’ ছবিতে তাকে যে চরিত্রে দেখা যাবে সেটা লায়লা শরণের চরিত্রটির থেকে অনেকটাই আলাদা। ‘হিরোপান্তি ২’ ছবিতে তাঁর চরিত্র ছিল একজন পুরুষের, যার মধ্যে মেয়েলি ব্যাপার আছে। কিন্তু সে রূপান্তরকামী মানুষ ছিল না।

‘হাড্ডি’র চিত্রনাট্য তৈরি করেছেন অদম্য ভাল্লা এবং পরিচালক নিজেই।

 

 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top