জায়েদ খান-নিপুণ দ্বন্দ্বের স্থায়ী সমাধান এখনো হয়নি
নিশি রহমান | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২২, ০১:৪৭
চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, এ মর্মে জারি করা রুলের শুনানি আজ।পূর্ণাঙ্গ রায় না হওয়া পর্যন্ত চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসাবে ‘আপাতত’ দায়িত্ব পালন করবেন নিপুণ- এমন তথ্য জানিয়েছেন নিপুণের আইনজীবী। গতকাল চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলা হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ।
আদালতে জায়েদ খানের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথী। অন্যদিকে নিপুণের পক্ষে আবেদন করেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ।
বিষয়টি নিয়ে জায়েদ খান বলেন, ‘আমি ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক। সর্বোচ্চ আদালতের প্রতিও অবশ্যই শ্রদ্ধাশীল। নিশ্চয়ই সুবিচার পাব। তবে এখনো এটি বিচারাধীন। আমি সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি, প্রতিবাদ করেছি। আমার সঙ্গে অন্যায় হয়েছে, এটা সবাই দেখেছেন। বাকিটা আমার আইনজীবীরা ক্লিয়ার করবেন শিগ্গির।’
আজ মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে। সংশ্লিষ্ট বেঞ্চের আজকের কার্যতালিকায় বিষয়টি শুনানির জন্য ৩৬ নম্বর ক্রমিকে রাখা হয়েছে।
গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। পরদিন প্রাথমিক ফলাফলে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়। পরে নির্বাচনি আপিল বোর্ডের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ করেন নিপুণ।
আপিল বোর্ড সমাজসেবা অধিদপ্তরে চিঠি পাঠায়। পরিপ্রেক্ষিতে ২ ফেব্রুয়ারি সমাজসেবা অধিদপ্তর এক চিঠিতে জানায়, আপিল বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। ৫ ফেব্রুয়ারি আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।