শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

২০ বছর পর অভিষেক-কারিশমার বিচ্ছেদ রহস্য ফাঁস

রায়হান রাজীব | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ০৭:২৭

খবরটা ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। কারণ তখন বলিউডের হার্টথ্রুব কারিশমা। যেমন হুট করে বাগদানের ঘোষণা এসেছিল, ঠিক তেমনই সবাইকে অবাক করে দিয়ে মাত্র চার মাসের মাথায়ই ছেদ পড়ে অভিষেক-কারিশমার সম্পর্কে। ভেঙে যায় বাগদানও।

২০ বছর ধরে অভিষেক ও কারিশমা কাপুরের সম্পর্কের ভাঙন নিয়ে মুখ খোলেনি কোনো পক্ষই। খুব সাবধানে বিচ্ছেদের কারণকে লোকচক্ষুর আড়ালে রেখেছিলেন অভিষেক ও কারিশমা। তবে এতো বছর পর এসে সে রহস্য থেকে পর্দা সরালেন পরিচালক সুনীল দর্শন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীল বলেন, করিশমা ও অভিষেকের সম্পর্ক চোখের সামনে গড়ে উঠতে দেখেছি। আমরা ওদের আংটিবদল অনুষ্ঠানেও গিয়েছিলাম। কিন্তু একটা জিনিস সব সময় মনে হতো। ওরা একে অপরের জন্য মানানসই নয়।

সুনীল বলেন, ছোটখাটো বিষয়ে দু’জনের মধ্যে মতবিরোধ লেগেই থাকতো। পৃথকভাবে দুজন খুব ভালো মানুষ হলেও একে অপরের জন্য ‘পারফেক্ট’ ছিল না ওরা। এরই জেরে শেষ পর্যন্ত সম্পর্কটা পরিণতি পায়নি।

আপাতত অভিষেক ও কারিশমা জীবনকে নিজেদের মতো করে উপভোগ করছেন। স্ত্রী ঐশ্বরিয়া ও মেয়ে আরাধ্যাকে নিয়ে বেশ সুখেই দিন কাটছে অভিনেতার। অবশ্য স্বামী সঞ্জয় কাপুরের সাথে বিচ্ছেদ হয়ে আপাতত একাই জীবনকে উপভোগ করছেন কারিশমা।

ভুবন জুড়ে পাতা প্রেমের ফাঁদে ঝুপঝাপ জড়িয়ে পড়ছে মানুষ। আবার সব ভুলে গিয়ে এগিয়ে যেতেও সময় লাগছে না। লোকে বলছে উত্তরণ চায়! কিন্তু পরিচালক হঠাৎ পুরনো জুটির প্রসঙ্গ টেনে আনলেন কেন? তবে কী নতুন ছবি, নতুন গল্প জমাট বেঁধেছে তাঁর কল্পনায়!

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top