বলিউডের জনপ্রিয় অভিনেতা বিক্রম গোখলের প্রয়াণ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ১৮:৫১
৮২ বছর বয়সে প্রয়াত হলেন ভারতীয় জনপ্রিয় অভিনেতা বিক্রম গোখলে। বুধবার রাতে পুণের দীননাথ মঙ্গেশকর হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর।
গত পনেরো দিন ধরেই পুণের এই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তাঁর শারীরিক অবস্থার ক্রমশ অবনতি হতে থাকে।
বুধবার সকালে হাসপাতালের ডাক্তারদের তরফ থেকে জানান হয়েছিল তাঁর অবস্থা বেশ সঙ্কটজনক। রাতেই না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা।
সংবাদ সংস্থা সূত্রে খবর, তাঁর মরদেহ আপাতত পুণের বালগন্ধর্ব সভাগৃহে রাখা হবে। সেখান থেকেই শেষকৃত্যের জন্য নিয়ে যাওয়া হবে তাঁর দেহ। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন অনেকেই।
বলিউডের অন্যতম শক্তিশালী চরিত্রভিনেতা ছিলেন বিক্রম৷ তাঁর অভিনীত উল্লেযোগ্য সিনেমাগুলির মধ্যে সবার আগে মনে আসে সঞ্জয় লীলা বনসালির 'হম দিল দে চুকে সনম' (১৯৯৯)-এর কথা৷ বিখ্যাত এই ছবিটিতে ঐশ্বর্য রাইয়ের বাবার ভূমিকায় অভিনয় করে নজর কেড়েছিলেন বিক্রম গোখলে৷ এর পাশাপাশি 'হে রাম', 'তুম বিন', 'ভুলভুলাইয়া', 'হিচকি', 'মিশন মঙ্গল'-এর মতো ছবিতেও তাঁর অভিনয় সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে৷
বিষয়: বিক্রম গোখলে প্রয়াণ বলিউড
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।