২ ডিসেম্বর তারুণ্যের বাংলাদেশ কনসার্ট মাতাবেন ব্যান্ড তারকারা
নিশি রহমান | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২, ০৬:৩২
কনসার্টের মৌসুম ফিরেছে ঢাকার সংগীতাঙ্গনে। নভেম্বর মাস আসতেই সংগীতশিল্পীরা ব্যস্ত হয়েছেন কনসার্টে। আগামী মাসে ঢাকার আর্মি স্টেডিয়ামে গাইবে ১৬টি ব্যান্ড । সেগুলো হলো নগরবাউল, মাইলস, ওয়ারফেইজ, সোলস, রেনেসাঁ, ফিডব্যাক, অর্থহীন, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, দলছুট, আর্টসেল, শিরোনামহীন, ভাইকিংস, ক্রিপটিকফেইট, পেন্টাগন ও পাওয়ারসার্জ।
ডিসেম্বরের ১ তারিখ দেশজুড়ে পালিত হবে ‘ব্যান্ড মিউজিক ডে’ এবং ডিসেম্বরের প্রথম শুক্রবার অনুষ্ঠিত হবে ‘বামবা চ্যানেল আই ব্যান্ড মিউজিক কনসার্ট’। এ বছর ঢাকার আর্মি স্টেডিয়ামে কনসার্টটি অনুষ্ঠিত হবে ২ ডিসেম্বর। কনসার্টের আগের দিন বৃহস্পতিবার বেলা ১১টায় চ্যানেল আই প্রাঙ্গণে ‘ব্যান্ড মিউজিক ডে’র উদ্বোধন করা হবে। এছাড়া বামবার তালিকাভুক্ত ৫২টি ব্যান্ডের সদস্যরাও উপস্থিত থাকবেন। । আয়োজকরা জানান, ২ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠেয় কনসার্টের টিকেটের দাম হবে ৫০০ টাকা। দুপুর ২টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে কনসার্ট।
সংবাদ সম্মেলনে জানা যায়, বাংলা ব্যান্ড সংগীতে অন্যতম পুরোধা আইয়ুব বাচ্চু ৯ বছর আগে চ্যানেল আইর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগরের কাছে প্রস্তাব দিয়েছিলেন, প্রতি বছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে চ্যানেল আই প্রাঙ্গণে যেন কনসার্ট হয় এবং দিনটিকে যেন ‘ব্যান্ড মিউজিক ডে’ হিসেবে চিহ্নিত করা হয়। তার এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য গত ৯ বছর ধরে চ্যানেল আই প্রাঙ্গণে আগামী ১ ডিসেম্বর পালিত হচ্ছে ‘ব্যান্ড মিউজিক ডে এবং কনসার্ট’।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।