শুক্রবার, ৪ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

পুত্রসন্তানের বাবা হলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রিয়াজ

নিশি রহমান | প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২২, ০৩:১১

চিত্রনায়ক রিয়াজ, তার পুত্রসন্তান ও মেয়ে আমীরা সিদ্দিকী

কন্যার পর এবার ছেলে সন্তানের বাবা হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের দাপুটে জনপ্রিয় নায়ক রিয়াজ।গত সপ্তাহে তার স্ত্রী তিনার কোলজুড়ে জন্ম নেয় এই পুত্রসন্তান। ছেলের নাম রেখেছেন আরিজ সিদ্দিকী।

গত শনিবার রাতে সামাজিক মাধ্যমে নবজাতক কোলে নিয়ে একটি ছবি প্রকাশ করেন নায়ক রিয়াজ।ছবির ক্যাপশনে  তিনি লিখেছেন, ‘আল্লাহ পাকের রহমতে আমাদের পরিবারের নতুন সদস্যের আগমন। আপনাদের দোয়া কামনায়।

তবে কবে আরিজের জন্ম হয়েছে, এ বিষয়ে কোনো তথ্য জানাননি রিয়াজ।এই নিয়ে দ্বিতীয়বারের মতো বাবা হলেন তিনি। এর আগে ২০১৫ সালের ৩০ মে তাদের ঘর আলো করে আসে মেয়ে আমীরা সিদ্দিকী।

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top