কলকাতার রাজনৈতিক গল্পের সিনেমায় বাংলাদেশের দুই অভিনয়শিল্পী
নিশি রহমান | প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২২, ০১:৩৮
কলকাতার সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন দেশের দুই অভিনয়শিল্পী। যাদের একজন ফেরদৌস আহমেদ এবং অন্যজন জিয়াউল রোশান।
অভিনেতা ফেরদৌস অনেক আগে থেকেই অভিনয় করে আসছেন কলকাতায়। তবে ওপারের সিনেমায় এর আগে একবার অভিনয় করেছিলেন রোশান।
কলকাতার-রাজনৈতিক-গল্পের-সিনেমায় রয়েছেন পরিচালক অর্কদীপ মল্লিকা নাথ এর সঙ্গে ফেরদৌস, শ্রাবন্তুী ও রোশান। শুধু রাজনীতি নয়, থাকছে প্রেমও। সিনেমার নাম মীর জাফর চ্যাপ্টার টু।
মীর জাফরের মূল কাহিনিকে নির্মাতারা ধরে নিচ্ছেন প্রথম পর্ব হিসেবে। আর এখনকার মীর জাফরদের কাহিনি নিয়ে দ্বিতীয় পর্ব বা চ্যাপ্টার টু।
রানা সরকার প্রযোজিত সিনেমাটির পরিচালক অর্কদীপ মল্লিকা নাথ। সিনেমায় আরো অভিনয় করছেন শ্রাবন্তী, প্রিয়াঙ্কা সরকার, সৌরভ দাস, সোহিনী সেনগুপ্ত, সুব্রত দত্ত, বুলবুলি পাঁজা ও আরো অনেকে।
সিনেমায় মীর চরিত্রে রযেছে সৌরভ দাস, জাফরের চরিত্রে রোশান, বাংলাদেশ থেকে পালিয়ে আসা রিফিউজি চরিত্রে শ্রাবন্তী, মুর্শিদাবাদের গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।